বাংলাদেশ ও সার্বিয়ার মধ্যে কুটনীতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের অন্য দেশ সফর বা ভ্রমণে এখন আর ভিসা লাগবে না। সোমবার মন্ত্রিসভার বৈঠকে দু’দেশের মধ্যে কুটনীতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ভিসা অব্যাহতিকরণ চুক্তিটি স্বাক্ষরিত হলে উভয় দেশের মধ্যে যেমন সৌহার্দ্য বৃদ্ধি পাবে, তেমনি বাণিজ্য সুবিধা ও বিনিয়োগের অনুকুল পরিবেশ সৃষ্টি হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ দু’ দেশের সে সকল নাগরিক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত রয়েছেন, তারাও ভিসা অব্যাহতিকরণ সুবিধার আওতায় পড়বে। তিনি বলেন, উভয় দেশের সফরকারীগণ ৯০ দিনের জন্য এ সুবিধা পাবেন।
সচিব বলেন, চুক্তির নির্দিষ্ট কোন মেয়াদ নেই। তবে কোন দেশ চাইলে অন্য দেশকে নোটিশ দিয়ে চুক্তি বাতিল করতে পারবে।
তিনি বলেন, চুক্তিটি বাংলা, সার্বিয়া ও ইংরেজি, এই তিন ভাষায় লিখিত হবে। তবে গুরুত্ব পাবে ইংরেজি ভাষা।
COMMENTS