কালিয়াকৈরে বিশ্বাসপাড়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ১০ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোর ৪টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাথৈ গ্রামের নাসির শেখের ছেলে প্রিন্স শেখ (২৭)। কালিয়াকৈর উপজেলা আওয়ামী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে তার ছবি সম্বলিত পোস্টার লাগানো রয়েছে।
গ্রেফতারকৃত অন্যরা হলেন গোপালগঞ্জর কাশিয়ানী উপজেলার রাথৈ গ্রামের সাহাবুর রহমান শেখের ছেলে টুটুল শেখ (২৭), একই উপজেলার রাজপাট গ্রামের গণপতি বাকশীর ছেলে আবীর বাকশী (২২), মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর গ্রামের কাঞ্চন সিকদারের ছেলে মো. হানিফ মিয়া (২৫), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া গ্রামের শামসুল হক সিকদারের ছেলে সানী সিকদার (২২) ও একই এলাকার আলী ফকিরের ছেলে আরাফাত ফকির (২১), রাজবাড়ীর পাংশা উপজেলার মৃগীভাঙ্গা গ্রামের রহিম উদ্দিনের ছেলে শিহাব উদ্দিন (২৪), ময়মনসিংহের পাগলা থানার বারৈহাটী গ্রামের আলাউদ্দিন খানের ছেলে পিন্টু খান (২৫), একই জেলার ফুলবাড়ীয়া উপজেলার বাজিহাটী গ্রামের বারেক শেখের ছেলে সেলিম শেখ (১৯) ও পাবনা সদর উপজেলার ডুবুরিয়া গ্রামের ইউনুস খানের ছেলে ফারুক খান (২২)।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, রোববার ভোর ৪টার দিকে ওই এলাকার আবদুল হাকিমের ভাড়া দেয়া বাসা থেকে তাদের আটক করা হয়। তারা কালিয়াকৈরের চন্দ্রা এলাকার জনৈক জসীম উদ্দিনের লোক বলে স্বীকার করেছে। তাদের কাছ থেকে ১০টি রাম দা’ চারটি লোহার এঙ্গেল, একটি হকিস্টিক ও কয়েকটি লাঠি উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় আলাদা দুটি মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে গ্রেফতারকৃত প্রিন্স শেখ বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সদস্য কিনা তা জানা যায়নি।
COMMENTS