গাজীপুর থেকে অপহৃত এক স্কুলছাত্রকে টাঙ্গইলের কালীহাতি থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত চার জনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর মহানগরের জয়দেবপুর থানার মীরগাও এলাকার নজরুল ইসলামের ছেলে দশম শ্রেণির ছাত্র একরামুল আলম দীপু (১৪) বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইলের কালিহাতীর পাইকড়া থেকে উদ্ধার এবং চার অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জয়দেবপুরের মীরেরগাঁও গ্রামের আ. ছামাদ মিয়ার ছেলে এরশাদ আলী, নীলফামারী সদর থানার দুবাছড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে আরশাদুল ইসলাম ও বোরহানের ছেলে ইসমাইল হোসেন, রাজবাড়ী সদর থানার কমরপাড়া গ্রামের খন্দকার শামছুল হকের ছেলে খন্দকার আজিজুর রহমান। এ বিষয়ে আজ শুক্রবার ৭ আমর্ড ব্যাটালিয়ান পুলিশ কর্মকর্তাগণ এক সংবাদ সম্মেলন করে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে। এতে উপস্থিত ছিলেন আমর্ড ব্যাটালিয়ান পুলিশের অধিনায়ক আশরাফুর রহমান, সহ অধিনায়ক মাহাবুবুর রহমান, সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন খান, সহকারী পুলিশ সুপার সোহাগ সরকার প্রমুখ।
সংবাদ সম্মেলেেন জানানো হয়, গত মঙ্গলবার বিকালে গাজীপুরের মীরেরগাও থেকে দীপুকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারী চক্র। তারপর থেকেই তার পরিবারকে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল তারা। এর মধ্যে বিকাশে ২৫ হাজার আদায় করে তারা। বাকি টাকা নিয়ে কালিহাতীর পাইকড়া গ্রামে বিকাল ৫টার মধ্যে নিয়ে যেতে বলা হয়। বৃহস্পতিবার অপহরণকারীদের সহায়তাকারী সবুজ নামের একজনকে গাজীপুর থেকে আটক ও পরে তার স্বীকারোক্তিতে কালীহাতি থেকে চারজন অপহরণকারীকে গ্রেফতার এবং তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
COMMENTS