গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত মিটারে কারসাজি করে বিদ্যুৎ চুরির অভিযোগে বৃহস্পতিবার গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাত গ্রাহককে ১১ লাখ ১৭ হাজার ১৬৮ টাকা জরিমানা আদায় করেছে।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম খালেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, মিটার কারসাজি করে বিদ্যুৎ চুরির অভিযোগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মহানগরীর মোগড়খাল এলাকার নাসরিন নাহার মুন্নিকে ১ লাখ ২০ হাজার ৫২৯ টাকা, আইয়ুব আলী খানকে ১ লাখ ২০ হাজার ৫২৯ টাকা, শুক্কুর উদ্দিনকে ১ লাখ ৫৪ হাজার ৬৩৭ টাকা, শরিফা খাতুনকে ১ লাখ ১০ হাজার ৮২৬টাকা, সাহেরা বেগমকে ১ লাখ ৮০ হাজার ৩৩ টাকা এবং ভোগড়া এলাকার সাহাজ উদ্দিনকে ১ লাখ ৮০ হাজার ৪৪ টাকা ও সফি উদ্দিনকে ২ লাখ ৪০ হাজার ৫৫৮ টাকা জরিমানা করা হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, মিটার কারসাজি করে বিদ্যুৎ চুরির অভিযোগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মহানগরীর মোগড়খাল এলাকার নাসরিন নাহার মুন্নিকে ১ লাখ ২০ হাজার ৫২৯ টাকা, আইয়ুব আলী খানকে ১ লাখ ২০ হাজার ৫২৯ টাকা, শুক্কুর উদ্দিনকে ১ লাখ ৫৪ হাজার ৬৩৭ টাকা, শরিফা খাতুনকে ১ লাখ ১০ হাজার ৮২৬টাকা, সাহেরা বেগমকে ১ লাখ ৮০ হাজার ৩৩ টাকা এবং ভোগড়া এলাকার সাহাজ উদ্দিনকে ১ লাখ ৮০ হাজার ৪৪ টাকা ও সফি উদ্দিনকে ২ লাখ ৪০ হাজার ৫৫৮ টাকা জরিমানা করা হয়েছে।
COMMENTS