আদালতে জামিন নিতে এসে হরতাল-অবরোধে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত কালীগঞ্জ পৌরসভার এক কাউন্সিলর রুহুল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ২৮ নেতাকর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার (৫ মে) গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্মলেন্দু দাস জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গাজীপুর জেলা জজ আদালতের কৌঁসুলী অ্যাডভোকেট সোহেল গাজী সাংবাদিকদের জানান, সোমবার বেলা ১১টার দিকে অভিযুক্তরা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্মলেন্দু দাসের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত অভিযুক্তদের জামিন আবেদন নামঞ্জুর করে আদালতে পাঠানোর নির্দেশ দেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম সাংবাদিকদের জানান, গত বছরের ১৯ অক্টোবর অভিযুক্তরা কালীগঞ্জ পৌর এলাকায় একটি পিকআপ ও একটি ট্রাক ভাংচুর করে তাতে অগ্নিসংযোগ করে। ওই ঘটনার সঙ্গে জড়িত প্রায় অর্ধশত ব্যক্তিকে অভিযুক্ত করে পুলিশ বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা রুজু করে। ওই মামলায় পৌর কাউন্সিলর ছাড়াও কালীগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ নেতাকর্মী রয়েছেন।
গাজীপুর জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ডা. মাজহারুল আলম ওই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
COMMENTS