পলাশ প্রধানঃ গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম.এ মান্নান ও টঙ্গী অঞ্জল-১ এর কাউন্সিলরসহ যৌথভাবে ড্রেনেজ খনন, রাস্তার মেরামত, মহাসড়কের উপর হকার উচ্ছেদ, ময়লা আবর্জনা পরিষ্কার, আসন্ন বর্ষা মৌসুমের জলাবদ্ধতা নিরসনে খাল/নদী খনন প্রকল্পগুলো পরিদর্শন করেন। তারা যৌথভাবে কাজ দ্রুতভাবে শেষ করার জন্য সংশিষ্টদের প্রতি নির্দেশনা দেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় টঙ্গীর কলেজ গেইট, চেরাগ আলী, এরশাদনগর, হোসেন মাকের্ট ও দত্তপাড়া এলাকাসহ তুরাগ নদী খনন কাজ ঘুরে দেখেন।
এই সময় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম.এ মান্নান বলেন, নগরবাসীর স্বাচ্ছন্দে জীবনযাপনের জন্য জলাবদ্ধতা নিরসনের বিকল্প নেই। জলাবদ্ধতা নগরবাসীর স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত করার পাশাপাশি অবকাঠামো ও সড়কের স্থায়িত্ব হ্রাস করে। সে জন্য গাজীপুর মহানগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার ছোট বড় নদীসমূহ খনন এবং নগরীর বড় বড় ড্রেনগুলো সংস্কার করা হচ্ছে।
তিনি আরো বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্জল-১ এর যৌথভাবে ড্রেনেজ খনন, রাস্তার মেরামত, মহাসড়কের উপর হকার উচ্ছেদ, ময়লা আবর্জনা পরিষ্কার, সড়ক নির্মাণ, ব্রিজ নির্মাণ, ফুটওভার ব্রিজ নির্মাণ ও নদী খননের কাজ হচ্ছে।
COMMENTS