রেজাউল কবির রাজিবঃ টঙ্গীতে সড়ক দূর্ঘটনায় নিহত গাজীপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী বিল্লাল হোসেনের পরিবারকে আর্থিক সহায়তা বাবদ ৩লাখ ৭৬ হাজার টাকা ক্ষতিপূরন প্রদান অনুষ্ঠান গতকাল সোমবার টঙ্গীর হাজীর মাজার বস্তিতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম.এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর সদর উপজেলা সাবেক চেয়ারম্যান ও টঙ্গী থানা বিএনপির সভাপতি এস.এম শাহান শাহ্ আলম, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী সুলতান মাহমুদ, পরিচ্ছন্ন কর্মকর্তা কবির আল আসাদ, প্রধান নির্বাহী এবিএম সিদ্দিকুর রহমান, হিসাব রক্ষক কর্মকর্তা নজরুল ইসলাম, টঙ্গী থানা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন বার্ট, স্বেচ্ছাসেবক দল নেতা জসিম উদ্দিন দেওয়ান, গাজীপুর সিটি কর্পোরেশন কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, মোঃ সেলিম মিয়া, রাখি সরকার প্রমুখ।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর গাজীপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী বিল্লাল হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হন। এই প্রথম বারের মত গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে নিহত বিল্লালের পরিবারকে ৩ লাখ ৭৬ হাজার ৮শ ৬৭ টাকা প্রদান করা হয়েছে।
COMMENTS