গাজীপুর মেডিকেল কলেজে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় গাজীপুর মেডিকেল কলেজের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এর আগে এ উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
গাজীপুর মেডিকেল কলেজ হলরুমে নার্সেস অ্যাসোসিয়েশনের শাখার সভানেত্রী মনোয়ারা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন- গাজীপুর জেলার সিভিল সার্জন ডা. শাহ আলম শরিফ।
বিশেষ অতিথি ছিলেন- গাজীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুভাস চন্দ্র সাহা, সহযোগী অধ্যাপক ও বিএমএ গাজীপুর জেলা শাখার সভাপতি ডা. আমির হোসেন রাহাত, গাজীপুর সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্বাচিপ গাজীপুর জেলা শাখার সভাপতি ডা. আলী হায়দার খান, গাজীপুর সদর হাসপাতালের অবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কান্তি সরকার, মেডিকেল অফিসার ডা. আজিজুল হক, শাখার নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, গাজীপুর জেলা সিভিল সার্জন অফিসের পাবলিক হেলথ নার্স উম্মে সালমা খানম, গাজীপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স কামাল হোসেন ও সাইফুল ইসলাম প্রমুখ ।
COMMENTS