দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বুকে কালোব্যাজ ধারণ করে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন গাজীপুরের চিকিৎসকেরা।
বুধবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা। এ এক ঘণ্টা গাজীপুর সদর হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন চিকিৎসকরা।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন(বিএমএ) গাজীপুর জেলা শাখা ওই কর্মসূচির আয়োজন করে।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন গাজীপুর জেলা শাখার সভাপতি ডা: আমির হোসাইন রাহাতের সভাপতিত্বে মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর জেলার সিভিল সার্জন ডা. মোঃ শাহ আলম শরীফ, গাজীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুভাস চন্দ্র সাহা, গাজীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কান্তি সরকার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি ডা. মোঃ আলী হায়দার খান, বিএমএ’র গাজীপুর জেলা শাখার সহ সভাপতি ডা. মনিরুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক ডা. সুশান্ত সরকার, ডা. ফাতেমা দুলন ও বিএমএ’র কেন্দ্রীয় কাউন্সিলর ডা. প্রণয় ভূষণ দাস প্রমূখ।
COMMENTS