শ্রীপুর বন বিভাগ পাচারকালে ট্রাকসহ প্রায় ১০ লাখ টাকা মূল্যের গজারি গাছ আটক করেছে। মঙ্গলবার গভীর রাতে ভালুকা উপজেলার কাদিগড় ফরেস্ট বিট এলাকা থেকে সিমলাপাড়া বিট অফিসার দেওয়ান আলী ফোর্স নিয়ে ট্রাকসহ গজারি গাছ আটক করে।
জানা যায়, ময়মনসিংহ বনাঞ্চলের ভালুকা উপজেলার কাদিগড় ফরেস্ট বিট এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে ট্রাকে করে ৪৪৩টি গজারি গাছের বল্লী শ্রীপুর উপজেলার মাওনা-ফুলবাড়িয়া সড়কে টঙ্গী পাচার হচ্ছিল। খবর পেয়ে সিমলাপাড়া বিট অফিসার দেওয়ান আলী ফোর্স নিয়ে উক্ত বিট অফিসের পশ্চিম পাশে উক্ত সড়ক থেকে গজারি বল্লী বোঝাই ট্রাক নং ঢাকা মেট্রো ট ১১-৬৫৪৮ আটক করে শ্রীপুর রেঞ্জ অফিসে নিয়ে আসে।
শ্রীপুর রেঞ্জ অফিসার জানান, ট্রাকে বন বিভাগের আনুমোদিত গাছের সাথে অবৈধ গজারি গাছ মিশিয়ে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদে তারা ট্রাক সহ উক্ত গজারী গাছ আটক করেছে। বন বিভাগের তালিকাভুক্ত ইজারাদার উপজেলার গাজীপুর ইউনিয়নের সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী জানান, ট্রাকসহ উক্ত গজারী গাছগুলোর বৈধতা আছে।
COMMENTS