রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গত বৃহস্পতিবার বিএনপির নাগরিক সভা করতে না দেয়ার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে রোববার গাজীপুরে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
নগরের রাজবাড়ি সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক হয়ে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ করা হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি আহাম্মদ আলী রুশদীর সভাপতিত্বে কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, যুগ্ম সম্পাদক ডা. মাজহারুল আলম ও সাখাওয়াত হোসেন সবুজ, জয়নাল আবেদিন তালুকদার, প্রমুখ।
COMMENTS