ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিংস ইলিভেন পাঞ্জাবকে ২৮ রানে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। গতকালের বৃষ্টি বিঘ্নিত প্লে-অফের পাঞ্জাব-কলকাতার ম্যাচটি আজ আজ ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হলে তাতে ২৮ রানের জয় নিয়ে ফাইনালে উঠে গেছে কলকাতা। প্রথমে ব্যাটিংয়ে নেমে আট উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে কলকাতা। জবাবে বিরতির পর ১৬৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাঞ্জাব।
দলের পক্ষে ওপেনিংয়ে নেমে দ্বিতীয় ওভারের খেলায় উমেষ যাদবের বলে সাজঘরে যান বীরেন্দ্র শেহবাগ। তার সংগ্রহ তিন বলে দুই রান। এরপরে ষষ্ঠ ওভারের খেলায় মর্নি মর্কেলের বলে আউট হয়েছেন মনন ভোরা। তিনি করেন ১৯ বলে ২৬ রান। অষ্টম ওভারের খেলায় উমেষ যাদব প্যাভিলিয়নে ফেরত পাঠান গ্লেন ম্যাক্সওয়েলকে। ম্যাক্সওয়েল করেছেন ৯ বলে ছয় রান।
১২তম ওভারের খেলায় আউট হন পাঞ্জাবের আজকের সর্বোচ্চ রান করা ঋদ্ধিমান সাহা। তার সংগ্রহ ৩১ বলে ৩৫ রান। ১৩তম ওভারের ভেলায় ডেভিড মিলারকে সাজঘরে পাঠান পীযূস চাওলা। মিলার করেন ১২ বলে আট রান। ১৫তম ওভারের খেলায় দুই বলে দুই রান করে রান আউট হয়ে আকসার পাটেল।
এপর সাকিবের বলে প্যাভিলিয়নের পথ ধরেন ঋষি ধাওয়ান। তার সংগ্রহ ১৪ বলে ১৫ রান। শেষ পর্যন্ত পাঞ্জাব ২০ ওভারে আট উইকেটে ১৩৫ রান করতে সক্ষম হয়।
COMMENTS