সারা দেশে গুম, খুন ও বিচারবকির্ভূত হত্যার প্রতিবাদে এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত।
বুধবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে এই মিছিল ও সমাবেশ হয়।
জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক মো. হোসেন আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাগ্রত চৌরঙ্গীর পাশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মো. খায়রুল হাসান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইফুর রহমান, গাজীপুর মহানগর সেক্রেটারি সাইদুল রহমান, শিবির নেতা হাসনাইন, সাইফুল ইসলাম প্রমুখ।
COMMENTS