ঢাকা-ময়মনসিংহ সড়কের ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় আরেক জেএমবি সদস্যকে আটক করেছে র্যাব। আটককৃতের নাম খোরশেদ আলম (৩০)। শনিবার গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২৩ ফেব্রুয়ারি ত্রিশালে পুলিশ হত্যা করে জঙ্গি ছিনতাই ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
র্যাব সদর দফতর থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, ৩০ এপ্রিল জঙ্গি ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৮ জনকে আটক করা হয়।
উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহের আদালতে নেয়ার পথে কমান্ডো স্টাইলে ঝটিকা আক্রমণ চালিয়ে জেএমবির শীর্ষ তিন নেতাকে ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় পুলিশের এক সদস্য নিহত ও দুজন আহত হন।
COMMENTS