কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের বিদ্রেুাহী গ্রুপের হামলায় যুবলীগ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সহ নেতা-কর্মীরা আহত হওয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে শহরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে ধান বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুহাম্মদ শহীদুল্লাহ।
উপজেলা সভাপতি মাহবুব উদ্দীন আহমদ সেলিমের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম, যুবলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, মজিবুর রহমান, পারভেজ রানা, শ্রমিক নেতা আকরাম হোসেন প্রমুখ।
উল্লেখ, গত ১৭ মে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ দলীয় সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের বিবাদমান দু’টি গ্রুপের মাঝে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের বেশ কয়েক জন আহত এবং আরিফ সহ তার ১০ সমর্থক গ্রেফতার হয়।
বিদ্রেুাহী গ্রুপের নেতা ও বহিষ্কৃত সাধারণ সম্পাদক আনিছুর রহমান আরিফের নেতৃত্বে একটি গ্রুপ ও স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি সমর্থিত গ্রুপের মাঝে দীর্ঘ দিন যাবত মতপ্রার্থক্য চলছে। গত কয়েক দিন যাবত উভয় গ্রুপের মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
COMMENTS