গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামের উত্তর কর্নারে গত সোমবার থেকে মাইকে প্রচার দিয়ে হাউজি খেলা চলছে। গাজীপুর শহরের প্রাণকেন্দ্রে হাউজি অনুষ্ঠিত হলেও প্রশাসনের কোনো অনুমতি রয়েছে বলে নিশ্চিত করতে পারেনি জেলা প্রশাসন সূত্র।
হাউজি খেলায় অংশগ্রহণকারীদের সাথে কথা বলে জানা গেছে, শহীদ বরকত স্টেডিয়ামের উত্তর পশ্চিম কর্ণারে বিশাল সামিয়ানার নীচে প্লাস্টিকের চেয়ার দিয়ে সাজানো হয়েছে খেলার স্হান। সামনে লটারীতে সংখ্যা বাছাইয়ের জন্য রয়েছে মঞ্চ ও জাঁকজমকপূর্ণ আলোর ব্যবস্থা। ৫০ টাকায় পাঁচ হাজার টাকা ও ১০০ টাকায় দশ হাজার টাকা পুরষ্কারের বিনিময়ে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে। খেলাটি আয়োজনে প্রতিদিন মহানগরীতে মাইকে প্রচার দেয়া হয়। খেলায় ৫ থেকে ৭’শ জন লোক অংশ গ্রহণ করে থাকে। যাদের অধিকাংশই তরুণ ও যুব বয়সের। খেলাটি প্রতিদিন রাত সাড়ে ৯ টায় শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয় থেকে মাত্র এক’শ গজ দুরে অবস্হিত শহীদ বরকত স্টেডিয়াম। এর পাশে জেলা গণ গ্রন্হাগর, গাজীপুর মহিলা কলেজ, রানী বিলাসমণি সরকারী বালক উচ্চ বিদ্যালয়, জয়দেবপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কয়েকটি কিন্ডারগার্টেন ও একটি মসজিদ রয়েছে।
প্রচার রয়েছে জয়দেবপুর থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান খেলাটি নিয়ন্ত্রণ করছেন। তবে তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার জানান, শহীদ বরকত স্টেডিয়ামে কারা কিভাবে হাউজির আয়োজন করেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
গাজীপুরের জেলা প্রশাসক নুরুল ইসলাম জানান, হাউজি অনুষ্ঠানের বিষয়টি তিনি অবগত নন। তবে এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
COMMENTS