সোমবার সকালে কালিয়াকৈরে শিল-নোড়া দিয়ে মাথায় আঘাত করে তার মাকে নৃশংসভাবে খুন করেছে পাষণ্ড ছেল। পুলিশ ঘাতক ছেলে উত্তম পালকে (৪২) আটক করেছে।
নিহতের নাম ভাগবতী পাল (৬৮)। তিনি উপজেলার ভৃঙ্গরাজপালপাড়া গ্রামের মৃত কালীপদ পালের স্ত্রী।
সূত্রে জানাগেছে, সোমবার সকালে পারিবারিক কলহের জের ধরে ভাগবতী পালকে তার ছেলে উত্তম পাল মসলা বাটার শিল-নোড়া দিয়ে মাথায় আঘাত করেন। এতে ভাগবতীর মাথা ও মুখমণ্ডল থেতলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এসময় ঘাতক ছেলে উত্তম পালকে আটক করা হয়েছে। থানায় মামলা হয়েছে।
COMMENTS