কালিয়াকৈরে পৃথক দুটি হামলায় একই পরিবারের পিতা-পুত্রসহ আহত হয়েছে চার জন। আহতরা হলেন, উপজেলার খোলাপাড়া এলাকার মৃত. ওফাজ উদ্দিনের ছেলে মেছের আলী (৫০), নাতি জলিল হোসেন (২৮) ও মনির হোসেন (২২) এবং একই উপজেলার হিজলহাটি এলাকার পিয়ার আলীর ছেলে মোঃ আলম হোসেন (৪০)। আহতদেরকে পরিবারের সদস্য ও এলাকাবাসি উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
এলাকাবাসী ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার খোলাপাড়া স্ট্যান্ডে পূর্ব শত্রুতার জের ধরে মৃত.মইজ উদ্দিনের ছেলে মোবারক হোসেন (৫০) এর নেতৃত্বে ১০/১৫জন ওই এলাকার মৃত. ওফাজ উদ্দিনের ছেলে মেছের আলীর উপর অতর্কিত হামলা চালায়।
এসময় মেছের আলীর দুই ছেলে বাবাকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসি এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে উপজেলার হিজলহাটি এলাকায় একইদিন রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় আলম হোসেন (৪০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতের স্ত্রী মালেকা বেগম জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার স্বামী তার ভাগ্নে একই এলাকার মমরেজ আলীর ছেলে আল-আমিনকে থাপ্পর মারে। পরে রাতে তাকে একা পেয়ে হিজলহাটি এলাকায় অবস্থিত সাউদার্ন নীটওয়্যার লিঃ এর সামনে তাকে পেছন থেকে লাটি দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই সে জ্ঞান হারিয়ে ফেললে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, ঘটনা শুনেছি তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
COMMENTS