কালিয়াকৈরে ট্রাক চাপায় সালামত হোসেন (৪০) নামে ট্রাফিক পুলিশের কনস্টেবল নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালামত আলীর বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার পাথুলী এলাকায়। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কোনাবাড়ী হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় গাজীপুর থেকে বগুড়া গামী একটি দ্রুতগতির ট্রাক কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কর্তব্যরত ট্রাফিক পুলিশ কনস্টেবল সালামতকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি চালকসহ আটক করে কালিয়াকৈর থানায় হেফাজতে নেয়া হয়েছে। ট্রাক চালক আব্দুস সামাদ সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাতী গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
এছাড়া সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বার বাড়ি এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের টালক ও হেলপার মারাত্মক জখম হয়। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
COMMENTS