বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার ৩ কোটির প্রস্তাব ফু মেরে উড়িয়ে দিলেন 'কুইন' কঙ্গনা। তাঁর 'কুইন' ছবিটি হিট হওয়ার পর বেশ জনপ্রিয় হয়েছেন কঙ্গনা রানাওত। অবশ্য 'ফ্যাশন'-এর সোনালি গুজরালের চোখে কঙ্গনা অনেক সোনালি স্বপ্নই দেখেছিলেন। সে ফিল্মে তাঁর অভিনয় চর্চিত হলেও, 'কুইন'-এর রানি তাঁকে বেশ জনপ্রিয় করে তোলে।
ছবির সাফল্যের পর থেকেই উত্ৎসব এবং বিয়েতে পারফরম্যান্সের জন্য তাঁর ডিমান্ড বেড়েছে। সম্প্রতি একটি বিয়েতে ডান্সের জন্য তিন কোটির অফার পেয়েছিলেন তিনি। কিন্তু তাতে সায় দেননি কঙ্গনা।
আর একটি সূত্রের মতে, বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করা কুইনের না-পছন্দের তালিকায় পড়ে। এর আগেও তিনি কখনও কোনও বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করেননি। তাঁর বোন রঙ্গোলি জানান, মোটা রকম পেলেও বিয়ে-শাদিতে পারফর্ম করবেন না তিনি। রঙ্গোলি এ-ও জানান যে কঙ্গনা শুধু ফিল্মের প্রতিই দায়বদ্ধ থাকতে চান।
COMMENTS