কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের আওয়ামীলীগ ও ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপের কমপক্ষে ১৫জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের কাপাসিয়া ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বুধবার বিকালে সিংহশ্রী ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ বিদ্যুৎ, ছাত্রলীগ নেতা সুমন, ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি খোরশেদ আলম ও আওয়ামীলীগ নেতা শরীফ মৃধা বড়বেড় নতুন বাজার থেকে বরমী বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওয়ানা হয়। কুড়িয়াদী রাগরটেক এলাকায় পৌছলে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আওয়ালী, ছাত্রলীগ নেতা রাজীব, কবিরসহ ১০/১২ জন লাঠি-সোটা নিয়ে হামলা চালায়। এ সময় স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ বিদ্যুৎ, ছাত্রলীগ নেতা সুমন, স্থানীয় ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি খোরশেদ আলম ও আওয়ামীলীগ নেতা শরীফ মৃধা, আওয়ামী লীগ নেতা রমিজ উদ্দিন, রোমেল, আওয়ামীলীগ নেতা আওয়ালী, ছাত্রলীগ নেতা রাজীব, কবির, যুবলীগ নেতা নাজমুল, ছাত্রলীগ নেতা মজিবুর, ইউপি সাবেক মেম্বার সিরাজ উদ্দিনসহ উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের শ্রীপুর ও কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিংহশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সফিক কাইয়া জানান, দু’গ্রুপই আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত। তবে এদের মধ্যে একটি পক্ষ বহুদিন যাবৎ দলের সিদ্ধান্তের বাইরে চলছেন। বিবদমান দু’গ্রুপের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত রেশারেশি চলছিল।
কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ মারামারির ঘটনা নিশ্চিত করে বলেন, স্থানীয়ভাবে তাদের মাঝে টাকা পয়সা নিয়ে বিরোধ ছিল। তারই প্রেক্ষিতে মারামারি হয়। তবে রাজনৈতিক কোন বিষয় নয় বলে তিনি জানান।
COMMENTS