বাংলাদেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নয়নের শীর্ষে পৌছানোর লক্ষ্যে ডিজিটাল পদ্ধতির ব্যবহার সম্পর্কে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং উৎসাহ প্রদানের জন্য গাজীপুরের কাপাসিয়ায় আয়োজন করা হয়েছে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। শনিবার সকালে হঠাৎ প্রচন্ড বৃষ্টির কারনে উপজেলা প্রাঙ্গনে নির্ধারিত মঞ্চের পরিবর্তে উপজেলা মিলনায়তনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আবহাওয়া অনুকূলে না থাকায় উপজেলা প্রাঙ্গনে আয়োজিত মেলা বৃষ্টির কারনে প্রথম দিনের মতো ভেস্তে যায়। ফলে মেলায় প্রায় ৩০টি স্টল অংশ গ্রহন করলেও তা বন্ধ থাকায় আগত দর্শনার্থীরা ফিরে যায়।
জানা যায়, কাপাসিয়া উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, মহিলা ভাইস-চেয়ারম্যান শামছুন নাহার ডেইজী, সহকারী কমিশনার (ভূমি) যোবায়ের, কাপাসিয়া থানার অফিসার ইন-চার্জ মোঃ আহসান উল্লাহ, উপজেলা প্রকল্প কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফজলুল কাদের, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
পরে সংসদ সদস্য সিমিন হোসেন রিমি ত্রান ও পূর্ণবাসন মন্ত্রনালয়ের অধীনস্ত কাপাসিয়া প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে দুঃস্থ গরীব অসহায় ২৬ জন পুরুষ ও মহিলার বসত ঘর নির্মাণের জন্য ৫১ বান্ডেল ঢেউ টিন ও নির্মাণ খরচ বাবদ ১ লক্ষ ৫৩ হাজার টাকা বিতরণ করেন। এছাড়া রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য প্রায় ২ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করেন।
COMMENTS