কাপাসিয়ার টোক আধুনিক বেসরকারী হাসপাতালে ভূয়া ডাক্তারের ভূল চিকিৎসার কারণে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন আলী হাসপাতালটি সিলগালা করে বন্ধ করে দিয়েছেন।
রোববার অস্রপাচারের মাধ্যমে এক প্রসূতির নবজাতকের জন্মের পর মৃত্যুর অভিযোগ উঠে। এ ঘটনায় গত দুই দিন যাবৎ স্থানীয় লোকজনের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত শনিবার সন্ধ্যায় টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের মোস্তফার স্ত্রী জেসমিনকে (৩৫) সন্তান প্রসবের জন্য হাসপাতালে নিয়ে আসে। রোগী দেখার পর ডাঃ রমজান আলী খান প্রথমে স্বাভাবিক ভাবে এবং পরে অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের জন্য ২৪ হাজার টাকায় চুক্তি করে। অস্রপাচারে সন্তান প্রসবে ভুল চিকিৎসার কারনে নবজাকের মৃত্যু ঘটে ও মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এদিকে আধুনিক হাসপাতালে দীর্ঘদিন যাবৎ রমজান আলী খান, বিপ্লব কুমার রায় ও রফিকুল ইসলাম নামে ৩ জন ভূয়া ডাক্তার সেজে এলাকার লোকদের চিকিৎসা করত বলে এলাকাবাসী জানান। এ হাসপাতাল ও ডাক্তারের বিষয়ে স্থানীয় এলাকাবাসী গাজীপুর জেলা সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেও অদ্যবধি কোন প্রতিকার পায়নি।
ফলে এ বেসরকারী হাসপাতাল গুলো ভূয়া চিকিৎসা দিয়ে জনসাধারনকে হয়রানী করে আসছে। নবজাতকের বাবা মোস্তফা জানান, তার সন্তান মৃত্যুর জন্য ডাক্তারের অবহেলা ও ভূল চিকিৎসাই দায়ী।
উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন আলী জানান, ঘটনাটি হৃদয় বিদারক ও স্পর্শকাতর। হাসপাতালে দায়িত্বে নিয়োজিত কাউকে পাওয়া যায়নি। তবে হাসপাতালের অপারেশন কক্ষ, এক্স-রে ও প্যাথলজি বিভাগ তালা বন্ধ করে সিলগালা করা হয়েছে।
এছাড়া শহর টোক বাজারের র্নিমল ঘোষ মালিকানাধিন ‘বিনা মিষ্টান্ন ভান্ডার’ কে পরিস্কার পরিচ্ছন্নতা ও নিন্ম মানের খাবার পরিবশেনের জন্য অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
COMMENTS