কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের ইকবাল হোসেন মোল্লার কিশোর পুত্র ফারুক হোসেন মোল্লাকে (৫) মঙ্গলবার সকালে তার বাড়ির পার্শ্বে দ্রুতগামী একটি সিএনজি চাঁপা দিলে তার মর্মান্তিক মৃত্যু হয়।
সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্লে গ্রুপের ছাত্র ছিল। অজ্ঞাতনামা ঘাতক সিএনজি’টি তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। কিশোরের মৃত্যুতে পরিবার, অাত্মীয়-স্বজন ও এলাকা বাসির মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাদ আছর নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা গভীর শোক ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
COMMENTS