কাপাসিয়া উপজেলার উজলী দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণের সাত দিন পর উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত রাসেল (১৮) নামে এক অপহরণকারীকেও আটক করেছে পুলিশ।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নির্মল চন্দ্র দেব জানান, ৪ মে রাত সাড়ে ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পাশের টয়লেটে যাওয়ার পথে ওৎ পেতে থাকা রাসেল তার সঙ্গীদের সহযোগিতায় ওই ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে যায়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে কাপাসিয়ার কিত্তুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে রোববার দিবাগত রাত ৩টার দিকে ওই ছাত্রীকে উদ্ধার ও রাসেলকে আটক করা হয়। রাসেল ওই ছাত্রীর সঙ্গে বিভিন্ন সময় প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ছাত্রী ও তার পরিবারের লোকজন তাতে সাড়া দেয়নি। এ ব্যাপারে ছাত্রীর মা বাদী হয়ে কাপাসিয়া থানায় রোববার মামলা করেছেন।
রাসেল ঢাকা-কাপাসিয়া রুটে চলাচলকারী রাজদূত পরিবহনের এক বাসের চালক। সে কাপাসিয়ার বরদাপুর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।
COMMENTS