কাপাসিয়া উপজেলা সদরের বাজারে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের মাঝে শনিবারের সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান আরিফ, জেলা ছাত্রলীগের আহবায়ক দেলোয়ার হোসেন শাওন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম দর্জি, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রুবেলসহ ৩৩ জনের বিরুদ্ধে ১ টি দ্রুত বিচার আইনসহ ২টি মামলা দায়ের করেছে।
শনিবার রাতে দ্রুত বিচার আইনে ৩২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন এবং আপর একটি মামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রধান।
কাপাসিয়া থানায় মামলা নং ১৭, ১৮ তারিখ ১৭/০৫/২০১৪ খ্রিঃ। গ্রেপ্তারকৃত আনিছুর রহমান আরিফকে শনিবার রাতেই গাজীপুরের সহকারী পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় কাপাসিয়া থানা থেকে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে গেছেন। পুলিশ গ্রেপ্তারকৃত কায়সার, মাহবুবুল আলম, রাসেল, অলক, সায়েম, বিপ্লব, রাসেল, রাজিব, রাকিব ও ফরহাদকে গতকাল আদালতে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, আনিছুর রহমান আরিফের নেতৃত্বে গত শনিবার দুপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একটি মিছিল উপজেলা শহরে প্রদক্ষিন শেষে কাপাসিয়া বাজার মোড়ে আলোচনা সভা চলাকালীন অপর দিক থেকে আসা আরেকটি মিছিল সভাস্থলে পৌঁছলে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা দফায় দফায় সংর্ঘষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলার সময় ইটের আঘাতে কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ, দারোগা সাখাওয়াত হোসেন, বিষেশ আনছার সুভাস চন্দ্র, কাপাসিয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, যুবলীগ নেতা শ্যামল, আনিসুর রহমান আরিফ, আ’লীগ নেতা মনির, মিলন, বেলায়েত হোসেন শামীমসহ ১১ জন আহত হয়। আহত কাপাসিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান ও শ্যামলকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সংঘর্ষ চলাকালে নেতাকমীরা ৪টি মোট সাইকেল, কাপাসিয়া বাজারে অবস্থিত সাউথ ইস্ট ব্যাংকে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। পরে হামলাকারীরা বাজারের কয়েকটি দোকান ভাঙচুর করে।
মামলার আসামীরা হলো- কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আরিফ(৪০), জেলা ছাত্রলীগের আহবায়ক দেলোয়ার হোসেন শাওন(২৮), উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম দর্জি(৩০), সাধারন সম্পাদক জহিরুল ইসলাম রুবেল(২৮),সাবেক জেলা ছাত্রলীগের সহ সভাপতি আলমগীর হোসেন(৩০), উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইয়ামিন খান সমর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন আকন্দ, শেখ কানন বিপুল, জামান মোড়ল(৩২), শফিকুল (২৬), কিশোর(ে৩৫), কাপাসিয়া কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর প্রধান(৩৫), মজিবুর(৪৫), কাওসার(৩৮), মাহবুবুল আলম(৪০), রাকিব(১৮), ফরহাদ(২০), রোমান মোল্লা(২৬), রাসেল(২৫), সায়েম(২০), রাসেল(১৯), বিপ্লব(২০), কাপাসিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম দর্জি(২৫), সাইফুল(২৫), মোবারক(২৫), আনিছ(২৬), হাফিজুল প্রধান(২৫), মাসুম(২৫), শরিফুল ইসলাম প্রধান(২৪), রাসেল(২২), কাপাসিয়া কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক পারভেজ প্রধান(২৪), রাজিব(১৯) এবং অজ্ঞাত নামা ৩০/৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
COMMENTS