কাপাসিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার বিকালে ঢাকা-কাপাসিয়া সড়কের রাজাবাড়িতে সড়ক অবরোধ করে নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
এ সময় ব্যস্ততম সড়কে বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দীর্ঘ দুই ঘন্টা ব্যাপী যানচলাচল বন্ধ থাকে। পরে শ্রীপুর ও কাপাসিয়া থানা পুলিশের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, গাজীপুরের কাপাসিয়ায় গত শনিবার আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান আরিফসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
তাকেসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে বৃহস্পতিবার কাপাসিয়ায় হরতাল আহবান করা হয়েছিল। তবে কাপাসিয়া শহরের কোথাও হরতালের পক্ষে নেতা-কর্মীদের দেখা যায়নি। যান চলাচল ছিল স্বাভাবিক।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে রাজাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাজ্বী মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গাজীফুর ডুয়েট শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন, কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম দরজী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রোবেল, শ্রীপুর উপজেলা ছাত্রলীগ নেতা নূরুল ইসলাম শিমুল প্রমখ।
বক্তারা আরিফসহ গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেন। অন্যথায় পরবর্তীতে কঠিন কর্মসূচি ঘোষনা করা হবে। এদিকে জেলা ছাত্রলীগের হরতাল আহবান করায় কাপাসিয়া থানা পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও স্থানে পুলিশ প্রহরা জোরদার ছিল।
COMMENTS