এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফলাফলে কারিগরি শিক্ষা বোর্ডে শীর্ষস্থান দখল করেছে খুলনা খালিশপুরের ইউসেপ মহসিন টেকনিক্যাল স্কুল। তাদের পয়েন্ট ৯০ দশমিক ৫৪। এই স্কুলের ৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়েছে। এ বছর কারিগরিতে পাসের হার ৮১ দশমিক ৯৭। যাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার ৯৫০ জন।
নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ- এই পাঁচটি সূচক মূল্যায়ন করে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। ৮৯ দশমিক ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মিরপুরের ইউসেপ ঢাকা টেকনিক্যাল স্কুল, এ স্কুলের ৬৮ পরীক্ষার্থী মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন।
তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রামের একে খান ইউসেফ টেকনিক্যাল স্কুল। তাদের পয়েন্ট ৮৮ দশমিক ৪৭। এখান থেকে ৬০ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে, যাদের ৫৫ জন পেয়েছে জিপিএ-৫। এ ছাড়া চতুর্থ স্থানে রয়েছে ডেমরার বাইয়ানী হাইস্কুল, পঞ্চম রাজশাহীর ইউসেপ-রাজশাহী টেকনিক্যাল স্কুল, ষষ্ঠ টাঙ্গাইলের ঘাটাইল ঘানা পাইলট হাইস্কুল, সপ্তম টাঙ্গাইলের গোপালপুরের সুতি ভিএম পাইলট হাইস্কুল, অষ্টম সাভারের সোসাইটি অব স্যোশাল রিফর্ম হাইস্কুল, নবম টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এবং দশম রংপুরের পীরগঞ্জের কাদিরাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়।
COMMENTS