বিএনপির আজ রোববারের গণঅনশন কর্মসূচিতে যোগ দেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, অব্যাহত খুন, গুম অপহরণ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে 'মিথ্যা মামলা' প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এর আগে দলটির ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৬ এপ্রিল এ কর্মসূচির ঘোষণা দেন। রোববার সারা দেশের জেলা, উপজেলা, মহানগর পর্যায়ে সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত এ গণঅনশন পালন করা হবে।
রিজভী আহমেদ বলেন, দেশব্যাপী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, খুন, গুম, অপহরণকারীরা কাদের আশীর্বাদে চলছে দেশবাসী তা ভালো করে জানে। রাষ্ট্রীয় সহযোগিতায় দেশে এসব কর্মকাণ্ড চলছে। এর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীসহ ছাত্রলীগ ও যুবলীগ জড়িত।
তিনি বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, দেশে কোনো গুম, হত্যা নেই। তারা তো এসব কথা বলবেই। দেশে অপহরণ, গুম হলেও তাতে তাদের কিছু যায় আসে না।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমূখ।
COMMENTS