র্যাবকে আওয়ামী লীগ দলীয় কাজে ব্যবহার করে সাধারণ মানুষকে হত্যা করছে। র্যাব বাংলাদেশের জন্য আতঙ্ক। তাই অবিলম্বে র্যাবকে বিলুপ্ত করার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। অন্যথায় র্যাবের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী।
সোমবার রাতে চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যতদিন র্যাব থাকবে দেশের মানুষ ততদিন শান্তিতে ঘুমাতে পারবে না।
খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সরকারের হাত কোন ধর্মের মানুষই নিরাপদ নয়। আর যেখানে মানুষ নিরাপদ নয় সেখানে দেশ কিভাবে নিরাপদ?
বিএনপি’র সহ-ধর্ম সম্পাদক দিপেন দেওয়ানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, ধর্ম সম্পাদক এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বুদ্ধ ধর্মীয় প্রতিনিধি সমীরণ দেওয়ান, প্রধান চন্দ্র চাকমা, চন্দা চাকমা, শ্রাবনী চাকমা,ড. সুকোমল বড়ুয়া প্রমুখ।
COMMENTS