চান্দনা চৌরাস্তা ও কোনাবাড়ি এলাকা থেকে সোমবার রাতে ও মঙ্গলবার সকালে দুইজন অপহৃতকে উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ।
উদ্ধার হওয়া অপহৃতরা হলো-গাজীপুরস্থ লাইফওয়ে বাংলাদেশ (প্রা.) লিমিটেডের মার্কেটিং অফিসার সার্জেন্ট (অব.) এনামুল হক (৪৫) এবং গাজীপুরের কাশিমপুর এলাকার জুট ব্যবসায়ী নাদিম হোসেন খান (২৭)।
জয়দেবপুর থানার ওসি (তদন্ত) মো. আলম চাঁদ জানান, ৩ মে রাত ৮টার সময় ঝুট ব্যবসায়ী নাদিম হোসেন খানকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে অপহরণ করে এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ব্যাপারে অপহৃতের ভাই মামলা করলে কোনাবাড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে মঙ্গলবার ভোর ৬টার কোনাবাড়ি জরুন এলাকায় রাস্তার পাশে নাদিম হোসেন খানকে নামিয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। অপহৃত নাদিম ময়মনসিংহের পাগলা থানার বারইহাটি গ্রামের মৃত আলা উদ্দিন খানের ছেলে।
ওই কর্মকর্তা আরো জানান, ৫ মে দুপুর আড়াইটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে এনামুল হককে অপহরণ করে অপহরণকারীরা। পরে অপহরণকারী এনামুল হকের স্ত্রীর মোবাইলে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে এনামুলের স্ত্রী বিকাশের মাধ্যমে অপহরণকারীদের ৬০ হাজার টাকা দেন।
খবর পেয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। একপর্যায়ে সোমবার রাত সাড়ে ১০টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকার রহমান শপিং মলের সামনে থেকে এনামুল হককে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া এনামুল হকের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার পুংকরা এলাকার শের আলীর ছেলে। তিনি গাজীপুর চৌরাস্তার আউচপাড়া এলাকায় বসবাস করেন।
এ ব্যাপারে জয়দেবপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
COMMENTS