চাঁদা না দেয়ায় গাজীপুরে সন্ত্রাসীরা কারখানায় গুলি করে তান্ডব চালিয়ে ১৫ লাখ টাকা লুট, গাড়ি ভাঙচুর করেছে। এসময় সন্ত্রাসীদের মারধরে অন্তত তিনজন আহত হয়েছেন।
কারখানা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার মহানগরের কোনাবাড়ি শিল্প এলাকায় ময়েজউদ্দিন গ্রুপের লাইফ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড কারখানায় সন্ধ্যা ৭টায় ২০-২২ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী কারখানার সিকিউরিটি গার্ডকে মারধর করে গেটের ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকে ১৫-১৬ রাউন্ড গুলি ছুড়ে ও আসবাবপত্র ভাঙচুর করে ত্রাসের সৃষ্টি করে।
এসময় কারখানা কর্তৃপক্ষের সামনে অস্ত্র ঠেকিয়ে হিসাব বিভাগ থেকে প্রায় ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। কারখানার সহকারী ম্যানেজার রবিউল ইসলাম জানান, একদল সন্ত্রাসী বেশ কিছুদিন ধরে কারখানায় ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার সন্ধ্যায় তারা কারখানায় তান্ডব চালিয়ে ১৫ লাখ টাকা লুটে নিয়ে যায়।
সিকিউরিটি ইনচার্জ খোরশেদ আলম জানান, সন্ত্রাসীরা মারধর করে প্রবেশ করার সময় বাধা দিলে গুলি করতে করতে সন্ত্রাসীরা ভেতরে ঢুকে তান্ডব চালায়। পরে তারা বীর দর্পে তারা ৮-১০ টি মোটর সাইকেল যোগে চলে যায়। কোনাবাড়ি ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
COMMENTS