গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে এক যুবক ও কালিয়াকৈরে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্ত করাতে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল ১১টায় কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরার শিয়ালপাড়া এলাকা হৃদয় (০৮) এর ঝুলন্ত লাশ তাদের বাসা থেকে উদ্ধার করা হয়। হৃদয় বাবা আব্দুল দিনাজপুরের ফুলপুর থানার জাঞ্জিরা এলাকার বাসিন্দা মালেক পরিবারের লোকজনের সাথে শিয়ালপাড়া এলাকার জামিলা বেগমের বাড়িতে ভাড়ায় বসবাস করতো।
অন্যদিকে গাজীপুর মহানগরের হাজীর পুকুর এলাকায় মহাসড়কের পাশ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানাতে পারেনি পুলিশ। স্থানীয়দের ধারনা অন্যত্র শ্বাসরোধ করে হত্যার পর রাতে তাকে ওই স্থানে ফেলে যায়।
COMMENTS