কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সাবেক চেয়ারম্যান মরহুম মজিবুর রহমানের ছেলে মোঃ লোকমান হোসেন (কাপ-পিরিচ) প্রতীকে ১৫৩৩৬ ভোট নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ্যাড. কামরুজ্জামান (টেলিফোন) প্রতীকে পান ৯২৯৮ ভোট।
প্রসঙ্গত, কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান গত ৬ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শুন্য হয়। শূন্যপদ পূরণ করতে মৌচাক ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ মে মঙ্গলবার মৌচাক ইউনিয়ন পরিষদের নির্বাচনের মাধ্যমে শূন্যপদ পূরন হলো।
COMMENTS