টঙ্গী থেকে ৫৮ পুড়িয়া হেরোইন ও ২০ পিছ ইয়াবাসহ রোকন মিয়া (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত রোকনের বাড়ি ফরিদপুর জেলায়।
জানা গেছে, রোকন দীর্ঘদিন যাবত টঙ্গীর হাজির মাজার বস্তি এলাকায় মাদক ব্যবসা করে আসছে। সোমবার রাত পৌনে ১২টায় তার ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
টঙ্গী মডেল থানার এসআই আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে হাজির মাজার বস্তিতে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী রোকনের ঘর থেকে ৫৮ পুড়িয়া হেরোইন ও ২০ পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
COMMENTS