আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে আন্তর্জাতিক সংহতি প্রকাশের দিন। মাঠে-ঘাটে, কৃষি, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন।
দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা উপযুক্ত মজুরি ও কর্মঘণ্টা দৈনিক আট ঘণ্টা নির্ধারণের দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলেন। ওই বছর ১ মে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালালে ১০ শ্রমিক নিহত এবং বহু শ্রমিক আহত হয়েছিলেন। পরের বছর প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে (কনভেনশন) মে মাসের প্রথম দিনটিকে মে দিবস হিসেবে পালনের সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়। ১৮৯০ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে এ দিবসটি যথাযথ মর্যাদায় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দিন হিসেবে পালিত হয়ে আসছে।
সেদিন শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। সেই ডাকে শিকাগো শহরের তিন লক্ষাধিক শ্রমিক কাজ বন্ধ রাখেন। শ্রমিক সমাবেশকে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রূপ নিয়েছিল লাখো শ্রমিকের বিক্ষোভের সমুদ্রে। ১ লাখ ৮৫ হাজার নির্মাণ শ্রমিকের সঙ্গে আরও অসংখ্য বিক্ষুব্ধ শ্রমিক লাল ঝা-া হাতে সমবেত হয়েছিলেন সেখানে। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে ১০ শ্রমিক প্রাণ হারান।
মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা শ্রমজীবী মানুষসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
মে দিবস উপলক্ষে আজ সরকারি ছুটি। সরকারি-বেসরকারি অফিস-আদালতের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংক ও কলকারখানা বন্ধ রয়েছে। সংবাদপত্র কার্যালয়ে ছুটি থাকায় কাল দেশে কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ও বেতারগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র ও নিবন্ধ প্রকাশ করছে।
আজকের কর্মসূচি : বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক এবং সামাজিক-সাংস্কৃতিক দল ও সংগঠন মে দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচিতে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, লাল পতাকা মিছিল, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গণসঙ্গীত, নৃত্যানুষ্ঠান, নাটক, কবিতা পাঠ, আলোকচিত্র, চিত্র প্রদর্শনী ইত্যাদি।
প্রতি বছরের মতো এবারও রাষ্ট্রীয়ভাবে মে দিবস উদযাপন উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৭টায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। এদিকে মে দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া মহান মে দিবস উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে আজ গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে জনসভার আয়োজন করা হয়েছে। বিকাল ৩টায় এ শ্রমিক জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
অন্যদিকে, জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যোনে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এছাড়া মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ইরামত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) মহান মে দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় মতিঝিল বিমান ভবনের সামনে শ্রমিক সমাবেশ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে। সমাবেশে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বক্তব্য রাখবেন।
বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট খদ্দর বাজার শপিং কমপ্লেঙ্রে সামনে সকাল ৯টায় গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করবে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ) সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে। শ্রমিক সমাবেশ শেষে তারা মে দিবসের র্যালি বের করবে।
মে দিবস উপলক্ষে আজ সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে জাগো বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে শ্রমজীবী মানুষের মুক্তির লক্ষ্যে কাঁটাতারের মিছিল হবে। রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে মে দিবস উপলক্ষে কাল সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক অধিকার, শ্রমিক ও শিল্পের নিরাপত্তা নিশ্চিতসহ অন্যান্য দাবিতে গার্মেন্ট শ্রমিক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হবে।
মহান মে দিবস উদযাপনের লক্ষ্যে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আজ সকাল ৯টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনের সামনে মে দিবসের সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। এছাড়াও শিল্প এলাকা আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমের সামনে, গাজীপুর বড়বাড়ী, তেজগাঁও, নাবিস্কো শহীদ মিনারের সামনে ও মিরপুর সেনপাড়ায় বিকাল ৪টায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় পার্টি (কাজী জাফর), জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট, শ্রমজীবী নারী ঐক্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিনটি পালন করছে।
COMMENTS