জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামানের অপসারণের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা ।
শনিবার বিকেলে ‘গাজীপুর সচেতন নাগরিক সমাজে’র ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হতে শুরু হয়। জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয় মিছিলটি।
পরে সেখানে মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সাইফুল্লাহ শাওনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাজী আজিমুদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান নাহিদ, সাধারণ সম্পাদক মারুফ দর্জি, সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সাজু, গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মো: মঈন মোল্লাহ, টঙ্গী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক এম মঞ্জু, ছাত্রলীগ নেতা মোঃ শরিফ, মোঃ আরিফ হোসেন, মোঃ শাহিন হোসেন প্রমুখ।
সভায় বক্তাগণ জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামানের অপসারণ দাবি করে বলেন, এলাকার নিরীহ মানুষ ছাড়াও তাদের দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ওসি কামরুজ্জামান অসৌজন্যমূলক আচরণ, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তার গ্রামের বাড়ি নড়াইলে হলেও মামার বাড়ি গোপালগঞ্জে। অথচ নিজের বাড়ি গোপালগঞ্জে পরিচয় দিয়ে তিনি এলাকায় দাপট দেখিয়ে থাকেন।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. সাইফুল্লাহ শাওন বলেন, ২০১০ সালে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের দারোগার পদ থেকে পদোন্নতি পেয়ে জয়দেবপুর থানার ওসি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ২০০৫ সালে টঙ্গী থানার দারোগা ছিলেন।
এ প্রসঙ্গে জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, যারা মিছিল করেছে, তারা পুরো জেলায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা চাঁদার দাবিতে আগুন দিয়ে হাসপাতালের অ্যাম্বুলেন্স পর্যন্ত পুঁড়িয়েছে। সম্প্রতি ৭/৮টি স্পর্শকাতর ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় বেশ কয়েকটি মামলা হওয়ায় উত্তেজিত হয়ে ওই ধরনের মিছিল হয়ে থাকতে পারে।
COMMENTS