গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ সকল পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন।
সোমবার রাতে বেসরকারিভাবে এ ফলাফল প্রকাশ করা হয়।
চেয়ারম্যান পদে বিএনপির অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন ঘোড়া প্রতীকে ২৩ হাজার ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সেলিম রেজা কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৯৯৩ ভোট। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চারজন, বিএনপির একজন ও হেফাজতে ইসলামের একজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এছাড়া, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে বিএনপির আবু তাহের মুসুল্লি ১৯ হাজার ৫৫৪ ভোট ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে হাসিনা সরকার ২৯ হাজার ৩৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
রাত পৌনে ১২টায় রিটার্নিং অফিসার শাহনওয়াজ দিলরুবা খান উপজেলা পরিষদ কার্যালয়ে এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
সোমবার রাতে বেসরকারিভাবে এ ফলাফল প্রকাশ করা হয়।
চেয়ারম্যান পদে বিএনপির অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন ঘোড়া প্রতীকে ২৩ হাজার ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সেলিম রেজা কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৯৯৩ ভোট। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চারজন, বিএনপির একজন ও হেফাজতে ইসলামের একজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এছাড়া, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে বিএনপির আবু তাহের মুসুল্লি ১৯ হাজার ৫৫৪ ভোট ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে হাসিনা সরকার ২৯ হাজার ৩৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
রাত পৌনে ১২টায় রিটার্নিং অফিসার শাহনওয়াজ দিলরুবা খান উপজেলা পরিষদ কার্যালয়ে এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
COMMENTS