কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদ উপনির্বাচন কে সামনে রেখে ভোটার চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থী ও ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পরেছে। এরই মধ্যে চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেনের নির্বাচনী সভা বুধবার সন্ধ্যায় উপজেলার সফিপুর এলাকার সিকদার কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন সিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- মৌচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ ওহাব মিয়া, আব্দুর রশিদ, চেয়ারম্যান প্রার্থী মোঃ লোকমান হোসেন, মুরাদ কবীর, হিরু মিয়া, সিকদার জহিরুল ইসলাম জয়, মোশারফ হোসেন সিকদার, সরকার মোশারফ হোসেন জয়, নাসির উদ্দিন, হাবিবুর রহমান সিকদার, ফারুক সিকদার, ছানোয়ার হোসেন, সরকার বজলুর রহমান প্রমুখ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান গত ৬ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়। শূন্যপদ পুরণ করতে মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। মৌচাক ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন আগামী ২৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতি মধ্যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। ৪ জন প্রার্থী তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে।
মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- মৌচাক ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট কামরুজ্জামান(টেলিফোন), মৌচাক ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শওকত হোসেন রানা(দোয়াত কলম), উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও মৌচাক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং মৌচাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মজিবুর রহমানের ছেলে লোকমান হোসেন(কাপপিরিচ), উপজেলা শ্রমবিষয়ক সম্পাদক মরহুম ইয়াছিন সরকারের মেয়ে নাজমা সরকার(আনারস)।
COMMENTS