১৭ মে দৈনিক প্রথম আলোয় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে ‘ভারত-পাকিস্তান যুদ্ধ’ হিসেবে উল্লেখ করে একটি সংবাদ প্রকাশ হওয়ার প্রতিবাদে বিভিন্ন অনলাইন অ্যাকটিভিস্টরা ঘেরাও কর্মসূচির ঘোষণা দেয়।
প্রথম আলো ২বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ‘সিপি গ্যাং’ (ক্র্যাক প্লাটুন) নামক অনলাইন ভিত্তিক একটি সামাজিক সংগঠনের প্রায় শতাধিক সদস্যরা প্রথম আলোর কার্যালয়ের সামনে স্লোগান দিতে থাকে। এসময় ‘সিপি গ্যাং’ প্রথম আলোর সম্পাদকের ছবিসহ একটি ব্যানারে আগুন ধরিয়ে দেয়।
বিক্ষোভে অনলাইন অ্যাকটিভিস্টরা প্রথম আলোর প্রকাশনা বন্ধসহ বিতর্কিত প্রতিবেদনটির প্রকাশে জড়িত সম্পাদকসহ সবাইকে শাস্তির আওতায় আনা এবং মিডিয়া নীতিমালা সংক্রান্ত আইন প্রনয়নের দাবি জানান। এর আগে বুধবার বিকাল ৪টা থেকে এ ঘেরাও কর্মসূচির পালনের ঘোষণা দেয়।
প্রথম আলো ৩সংবাদটি প্রকাশিত হওয়ার পর বিভিন্ন ‘অনলাইন অ্যাকটিভিস্ট’রা প্রথম আলো ঘেরাও করে ভাংচুরের হুমকি দেয়। এরই পরিপ্রেক্ষিতে বুধবার সকালে প্রথম আলো কর্তৃপক্ষ তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়।
সে জন্য বুধবার প্রথম আলো ভবনের সামনের রাস্তায় কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার আফরোজুল হক।
COMMENTS