পিসরেট কমানোর প্রতিবাদে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার সাংকোয়াং সোয়েটার্স লিমিটেডের লিংকিং শাখার শ্রমিকরা শনিবার থেকে দুদিন ধরে কর্মবিরতি পালন করে আসছে। রোববার দিনব্যাপী তারা কর্মবিরতি পালন করে মহানগরীর হাবিুবল্লাহ স্মরণীতে বিক্ষোভ করেছে।
শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ তাদেরকে প্রতি পিস পণ্য উৎপাদনের জন্য স্টাইলভেদে ১৩, ২০ ও ২৬ টাকা হিসেবে মজুরি পরিশোধ করত। কিন্তু চলতি মাস থেকে কর্তৃপক্ষ প্রতি পিসের উৎপাদন মজুরি কমিয়ে যথাক্রমে ৮, ১১ ও ১৮ টাকা নির্ধারণ করেছে। এতে প্রতি উৎপাদিত পণ্যে তারা তিনভাগের প্রায় এক ভাগ মজুরি কম পাচ্ছেন। এর প্রতিবাদ করলে কর্তৃপক্ষের লোকজন তাদের চাকরিচ্যুতির হুমকি দিয়ে থাকে।
কারখানা কর্তৃপক্ষ জানায়, চাকরিচ্যুতি বা পিসরেট কমানোর অভিযোগটি সঠিক নয়। এর আগেও তারা একই রেটে কাজ করেছে।
এ ব্যাপারে গাজীপুর শিল্প পুলিশের এএসআই নাসির উদ্দিন জানান, পিসরেট কমানোর প্রতিবাদে শ্রমিকরা শনিবার থেকে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ করছে।
COMMENTS