নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গণভবনে জরুরি তলব করে এ নিদের্শ দেন তিনি।
গণভবন সুত্রে জানা যায়, বুধবার আটটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ডেকে নিয়ে নারায়ণগঞ্জের অপহরণ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের অগ্রগতি সর্ম্পকে খোঁজ খবর নেন। এ সময় ওই ঘটনায় যেকোনো মুল্যে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়ে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন কেউই যেন আইনপ্রয়োগকারী সংস্থার হাত থেকে রক্ষা না পায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ঘটনায় যেকোনো মুল্যে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমমন্ত্রী। তিনি বলেন, “দু-একদিনের মধ্যেই বড় কিছু দেখতে পারবেন।”
COMMENTS