আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (বৃহস্পতিবার) গাজীপুরে আসছেন। তিনি মহান মে দিবস উপলক্ষে বিকাল তিনটায় গাজীপুর মহানগরের ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তৃতা করবেন। জাতীয় শ্রমিক লীগ এ সমাবেশের আয়োজন করেছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এ শ্রমিক সমাবেশে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি শুকুর মাহমুদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
আজ বৃহস্পতিবার বিকালে গাজীপুর মহানগরের ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিতব্য এ সমাবেশকে সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে সমাবেশস্থলের মাঠকে উপযোগী করে তোলা হয়েছে। মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজও শেষ হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কপথে ঢাকা থেকে সমাবেশস্থলে আসবেন। সমাবেশে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বিকাল ৩টা থেকেই সমাবেশ শুরু হবে। সমাবেশে যোগ দিতে ইতোমধ্যে গাজীপুরসহ বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতে শুরু করেছে। গাজীপুর জেলা আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতৃত্বে জেলায় একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে জেলার নেতাকর্মীরা ব্যস্ত সময় কাটিয়েছেন। সমাবেশ উপলক্ষে প্রতিদিনই মাইকিং, মিছিল ও সভা-সমাবেশ করছে স্থানীয় নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার সর্বত্র সাজ সাজ রব পড়েছে। তার আগমন উপলক্ষে গাজীপুরকে নতুন সাজে সাজানো হয়েছে। গাজীপুর জেলার পার্শ্ববর্তী জেলাগুলোর নেতাকর্মীরাও প্রধানমন্ত্রীর সমাবেশকে সফল ও সার্থক করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আজকের শ্রমিক সমাবেশে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপিসহ মন্ত্রিপরিষদের একাধিক সদস্য, সংসদ সদস্য ও আওয়ামী লীগ এবং শ্রমিক লীগসহ অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখবেন। সমাবেশে ৪ লক্ষাধিক লোক অংশ নেবেন বলে আয়োজকরা আশা করছেন।
উল্লেখ্য, একই মাঠে গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ১০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
COMMENTS