গাজীপুরে দুর্ঘটনা কবলিত ট্রাকচাপায় টহল পুলিশের কন্সটেবল নিহত ও অপর দুই কন্সটেবল আহত হয়েছেন। এ ঘটনায় হেলপারসহ দুটি ট্রাক আটক করেছে পুলিশ।
সোমবার ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ কন্সটেবলের নাম ইসমাইল হোসেন (২২)। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার অনন্তমূছা গ্রামের দিল মোহাম্মদের ছেলে। দুর্ঘটনায় হতাহতরা সবাই রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কন্সটেবল।
জয়দেবপুর ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ একরামুল হক জানান, সোমবার ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস চৌরাস্তা মোড়ে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে টাঙ্গাইল থেকে আসা কলাবোঝাই অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ময়মনসিংহগামী ট্রাকটি ছিটকে সড়কের ডিভাইডারের উপর উঠে যায়। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা টহল দলের তিন কন্সটেবল ইসমাইল হোসেন (কং-৩৬৫), শামীম মিয়া (কং-৪১১) ও আব্দুল জাব্বারকে (কং-১০২০) চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় আহত তিন কন্সটেবলকে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাদের ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার কারণে ওই মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে রেকার এনে দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি সড়কের ওপর থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু হয়।
এ ঘটনায় পুলিশ এক ট্রাকের হেলপারসহ ট্রাক দুটি আটক করেছে। আটক হেলপার টাঙ্গাইল জেলার মধুপুর এলাকার লিয়াকত আলীর ছেলে।
জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, এ ঘটনায় পুলিশ সোমবার জয়দেবপুর থানায় মামলা করেছে। ট্রাক দুটি বেপরোয়া গতিতে চালানোর কারণেই এ ঘটনা ঘটেছে। নিহতের লাশ দাফনের জন্য গ্রামের বাড়ি পাঠানো হচ্ছে।
COMMENTS