উত্তরার বসবাসকারী অপহৃত ব্যবসায়ী গোপাল বিশ্বাসকে গাজীপুরের গজারি বন থেকে উদ্ধার করা হয়েছে। মুক্তি পণ হিসাবে তার কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা দাবি করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার রানীপুর এলাকার গজারি বনে হাত-পা রশি দিয়ে ও চোখ গামছা দিয়ে বাধা অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
উদ্ধারের পর তিনি পুলিশকে জানান, তাকে রোববার দুপুরে গাজীপুরের ন্যাশনাল পার্কের সামনে থেকে অপহরণ করে ওই নির্জন স্থানে নিয়ে ফেলে রাখে। তার কাছ থেকে ৫০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে গুলি করে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়া হয়।
পোপাল বিশ্বাস বিদেশে মাছ ও কাকড়া রপ্তানির ব্যবসা করতো বলে পুলিশ জানায়। তার গ্রামের বাড়ি সাতক্ষিরায় সখিপুর গ্রামে।
COMMENTS