অ্যাডভোকেট আবদুল মান্নান খান প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকতে রাজউকের প্লট বরাদ্দে ব্যাপক অনিয়ম হয়েছে বলে মনে করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। সংঘটিত এসব অনিয়ম তদন্ত করারও সিদ্ধান্ত নিয়েছে কমিটি। এ লক্ষ্যে দুটি সাব-কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।
সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আলহাজ মো. দবিরুল ইসলাম। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্লট বরাদ্দ নীতিমালা লঙ্ঘন করে কোথাও প্লট ও ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে কি-না, তা খতিয়ে দেখতে কমিটির আগামী বৈঠকে দুটি সাব-কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।
বৈঠক সূত্র জানায়, রাজউকের পূর্বাচল ও উত্তরা প্রকল্পে এবং গুলশান ও বনানীতে প্লট বরাদ্দের ক্ষেত্রে এসব অনিয়ম হয়েছে বলে সংসদীয় কমিটি মনে করে। এ ব্যাপারে জানতে চাইলে কমিটির সদস্য জাহিদ আহসান রাসেল বলেন, পত্র-পত্রিকার প্রকাশিত রিপোর্টের সূত্র অনুযায়ী গত সরকারের আমলে প্লট বরাদ্দের ক্ষেত্রে বিস্তর অনিয়ম হয়েছে। কমিটি মনে করে, এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। সে জন্য বিষয়টি তদন্ত করে দেখা উচিত।
সভায় জানানো হয়, নবম সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) দুটি গাড়ি ব্যবহার করছেন। গাড়ি দুটি ফেরত নেওয়ার জন্য সিডিএ চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে কমিটি।
বৈঠকে চলতি অর্থবছরে মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোর কোন খাতে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল এবং সেই বরাদ্দ হতে কত টাকা ব্যয় হয়েছে তার বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় রাজধানীতে প্লট বরাদ্দ না দিয়ে বহুতল ফ্ল্যাট নির্মাণ করে শহরবাসীর আবাসনের ব্যবস্থা করার পরামর্শ দেয়া হয়েছে। সভায় ঢাকা শহরকে পরিকল্পিত সুন্দর আবাস ভূমি হিসেবে গড়ে তোলা এবং যানজট নিরসনে এ ব্যবস্থা নেয়ার কথা বলা হয়।
বৈঠকে সদস্য হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কামাল আহমেদ মজুমদার, মো. জাহিদ আহসান রাসেল, সাধন চন্দ্র মজুমদার, এ কে এম ফজলুল হক, মো. আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল), নূরজাহান বেগম অংশ নেন।
COMMENTS