গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন ট্রাক চালক নিহত হয়েছেন। নিহতের লাশ ময়না তদন্ত করাতে গাজীপুর সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
পুলিশ জানায়, গাজীপুর মহানগরের মাস্টারবাড়ি এলাকায় বুধবার ভোরে বিকল হয়ে সড়কে থেমে থাকা মালবোঝাই একটি ট্রাককে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে পেছন দিক থেকে ধাক্কা দেয়। পিকআপের ধাক্কায় এ সময় ট্রাকের সামনে দাড়িয়ে থাকা ট্রাকচালক (৩৫) ও হেলপার (২৮) গুরুতর জখম হয়েছেন। তাদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন। ট্রাক হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত চালক ও আহত হেলপারের বিস্তারিত পরিচয় জানা যায়।
COMMENTS