আইপিএলের সপ্তম আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ আজ। কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি হবে কিংস ইলাভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্স। হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আট আটটায়। সরাসরি দেখাবে মাছরাঙা ও স্যাট ম্যাক্স টিভি।
কলকাতা ও পাঞ্জাবের লড়াইটা শুধুমাত্র মাঠেই সীমাবদ্ধ নয়। মাঠের বাহিরে বলিউডের দুই তারকার যুদ্ধ। কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউডের কিং খান খ্যাত শাহরুখ খান। অন্যদিকে পাঞ্জাবের মালিক বলিউডের গ্ল্যামার গার্ল প্রীতি জিনতা। মাঠের লড়াইকে ছাপিয়ে লড়াইটা বলিউডেও বিস্তৃত হয়েছে।
তবে মাঠের ভেতরে লড়তে হচ্ছে সাকিব-ইউসুফ পাঠান ও ম্যাক্সওয়েল-মিলারদের। কখনো সাকিব, কখনো পাঠান কিংবা কখনো রবিন উথাপ্পা। দলের প্রয়োজনে এরা যেকোন সময় কলকাতার হয়ে মাঠ মাতাচ্ছেন।
অন্যদিকে পুরো টুর্নামেন্টে রাজত্ব করেছে কিংস ইলাভেন পাঞ্জাব। ব্যাট হাতে কিংস ইলাভেনের আক্রমণ সবচেয়ে বেশি। দুই দুইবার দুই শতাধিক রান তাড়া করে জয় পেয়েছে দলটি।
অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার দলকে ম্যাচের পর ম্যাচে জয় এনে দিয়েছেন। ১৪ খেলায় সর্বোচ্চ ১১ জয়ে সর্বাধিক ২২ পয়েন্টে নিয়ে শীর্ষ দল হিসেবে শেষ চারের টিকেট পেয়েছে কিংস ইলেভেন।
৪১ গড়ে ৪ হাফ সেঞ্চুরিতে আসরের তৃতীয় সর্বোচ্চ ৫৩৩ রান ম্যাক্সওয়েলের। ৫০ গড়ে ৩ হাফ সেঞ্চুরির সাহায্যে ৩৯৯ রান দক্ষিণ আফ্রিকান তারকা মিলারের।
অন্যদিকে ব্যাট হাতে কেকেআরের হয়ে দুর্দান্ত খেলছেন রবিন উথাপ্পা। ৪৭ গড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ৬১৩ রান তার। হাফ সেঞ্চুরি ৫টি। ফর্মে রয়েছেন সাকিব আল হাসানও। ৩৯.৪০ গড়ে ১ হাফ সেঞ্চুরিতে ১৯৭ রানের পাশাপাশি বল হাতে ১০ উইকেট নিয়েছেন সাকিব।
দুই দল গ্রুপ পর্বে মুখোমুখি লড়াইয়ে একবার করে জয় পেয়েছে। আবুধাবিতে ২৩ রানে জেতে পাঞ্জাব, আর কটকে ফিরতি ম্যাচে ৯ উইকেটের বড় জয় পায় কলকাতা নাইট রাইডার্স।
কঠিন এক ম্যাচই যে দেখবে ক্রিকেট বিশ্ব তা বলার অপেক্ষা রাখে না।
COMMENTS