টুঙ্গী থানার বনমালা হতে জিহাদী বই লিফলেট সহ ৩ জন শিবির কর্মী আটক করেছে পুলিশ।
জানা যায়, বনমালা এলাকায় কবিরের বাসা হতে ৩ শিবির কর্মীকে আটক করে পুলিশ, মোঃ জাহাঙ্গীর আলম (৫০) শিবিরের সদস্য, মোঃ শাহীন (৩০) শিবিরের কর্মী এবং মোঃ আবুল হায়েল বাকী (২০) শিবিরের কর্মী। এরা সবাই দওপাড়ার বাসিন্দা।
টুঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনমালা এলাকায় কবিরের বাড়ীতে অভিযান চালায়, তারা গোপন বৈঠক করছিল। সেখান থেকে ৩ জন কে আটক করি আরও ৩ জন পালিয়ে যায়।
COMMENTS