শ্রীপুর উপজেলার ইজ্জতপুর এলাকার মমতাজ স্যুটিং স্পট থেকে শুক্রবার রাতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১২ যুবক-যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন দে জানান, ওই পিকনিক স্পটে বেশ কিছুদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাত আটটার দিকে অভিযান চালানো হয়। এসময় ছয়জন যুবক ও ছয়জন যুবতীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুর সদর উপজেলার চুঙ্গারচালা গ্রামের আব্দুস শহিদের পুত্র আব্দুর রাজ্জাক (২৪), বানিয়ারচালা গ্রামের মেহের আলীর পুত্র আকতার হোসেন (৩৫), শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র শরীফ হোসেন (২২), বেড়াইদেরচালা গ্রামের চাঁন মিয়ার পুত্র হানিফ মিয়া (২৮), কাফিলাতলী গ্রামের আমজাদ হোসেনের পুত্র পারভেজ (২৭), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বেগুনবাড়ী গ্রামের হোসেন আলীর পুত্র বিল্লাল হোসেন (২৮), বরিশালের গৌরনদী উপজেলার মোজাম আলীর কন্যা লিপি আক্তার (২৩), যশোরের কেশবপুর উপজেলার মির্জাপুর গ্রামের নুরু মিয়ার কন্যা স্বর্না আক্তার (২৩), নাটোরের বড়াইগ্রাম উপজেলার গারদা গ্রামের বাহের উদ্দিনের কন্যা আনিছা (২৫), নড়াইলের নড়াগাতি উপজেলার পুঠিমারী গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার কন্যা আয়না (১৮), শ্রীপুরের সাতখামাইর গ্রামের আইয়ুব আলীর কন্যা নাসিমা আক্তার (১৮) ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পূর্ব দাপুনিয়া (খেলার মাঠ) গ্রামের রফিকুল ইসলামের কন্যা সুইটি আক্তার (১৮)।
তাদের শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
COMMENTS